মধ্যরাত
- মুহাম্মাদ আইনান ইকবাল ৩০-০৪-২০২৪

মধ্যরাতের নীরবতা চিন্তার জগৎকে বিশাল করে,
মধ্যরাতের কাজে সৃজনশীলতা বিরাজ করে।
মধ্যরাতের জেগে থাকা অন্তর নতুনত্বের স্বাদ পায়,
মধ্যরাতের প্রকৃতি তৃষ্ণার্ত মনের পিপাসা মেঠায়।

মধ্যরাতে জেগে থাকা মানুষগুলো অদ্ভুত এক আনন্দ পায়,
মধ্যরাতে দুনিয়ার সব আজব চিন্তাগুলো খেলা করে মাথায়।
মধ্যরাত মানে পুরনো জগতের নতুন এক সৌন্দর্য,
মধ্যরাত মানে শুনশান নীরবতার মাধুর্য।

মধ্যরাত পাপীর পাপ বাড়াতে থাকে,
মধ্যরাত ধার্মিকের পুণ্যের পাল্লা ভারী করে।
মধ্যরাতে পাপ-পুণ্যের মিলনমেলা বসে,
মধ্যরাতে সত্য স্বপ্ন এগোতে থাকে দুর্বার গতিতে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।